বৃহস্পতিবার ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেট সোসাইটি অব ডার্মাটোলজিস্টের ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   26 বার পঠিত

সিলেট সোসাইটি অব ডার্মাটোলজিস্টের ইফতার ও দোয়া মাহফিল

সিলেট সোসাইটি অব ডার্মাটোলজিস্টের উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৫টায় সিলেটের হোটেল স্টার প্যাসিফিকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে সিলেট সোসাইটি অব ডার্মাটোলজিস্টের প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদের সংযম, ধৈর্য ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। চিকিৎসা পেশা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানবতার সেবা। আজকের এই ইফতার ও দোয়া মাহফিল আমাদেরকে সেই মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা যদি আমাদের কর্মক্ষেত্রে আরও আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি, তাহলে সমাজ উপকৃত হবে এবং মানুষ সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের আশীর্বাদ পাবে। বক্তারা বলেন, সিলেট সোসাইটি অফ ডার্মাটোলজিস্ট বরাবরই চিকিৎসকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি, ভবিষ্যতেও এ সংগঠন এ ধরনের সেবামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক জিয়াউর রহমান, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল অধ্যাপক আবেদ হোসেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল অধ্যাপক শাহরিয়ার হোসেন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর এ. কে. এম. দাউদ, পরিচালক প্রফেসর মো. তারেক, ডা. শামীমুর রহমান, অধ্যাপক শামীমা আক্তার, অধ্যাপক সৈয়দ মামুন মোহাম্মদ, ডা. তাওহিদুল ইসলাম এমদাদ, ডা. জাকারিয়া মানিক, ডা. আফরোজা রশীদ নিপা, ডা. তবিবুল ইসলাম, ডা. ধ্রুব জ্যোতি রায় ছৌধুরী, ডা. ফারজানা সুমা, অধ্যাপক সুবীর কুমার দাস, ডা. পরিমল কুমার দেব, অধ্যাপক আবু ইউসুফ ভূইয়া, ডা. ফারহানা হক প্রমুখ। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা বাহার উদ্দিন।

Facebook Comments Box

Posted ১০:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com