রবিবার ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে বিশ্ব মুসলিম হত্যা ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   শুক্রবার, ২১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   46 বার পঠিত

শান্তিগঞ্জে বিশ্ব মুসলিম হত্যা ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে মুসলিম গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের তাওহিদি জনতা। শুক্রবার জুম্মার নামাজারের পর শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার ও শান্তিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জামে’আ ইসলামিয়া পাগলা মাদ্রাসার মুহ্তামিম মুফতি মুনাজির আহমদ। হযরত আবুবকর (রা.) হাফিজিয়া মাদ্রাসার মুহ্তামিম হাফিজ আবু সাঈদ ও গাজী আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন শাহার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন। এসময় ফিলিস্তিন ও বিশ্ব মুসলমানদের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন পাগলা বড় জামে মসজিদে খতিব আহমেদ কবির আমীনী। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় পশ্চিম পাগলা ইউনিয়নের তাওহিদি জনতা উপস্থিত ছিলেন।

অপর দিকে ফিলিস্তিনে ইসরায়েলের নিসংশ গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল হয়েছে।
শায়েখ মাওলানা ইসকন্দর আলী পার্বতীপুরী ও শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদের খতীব শায়খুল হাদীস মাওলানা এমদাদুল হক হাসারচরীর নেতৃত্বে শত শত আলেম উলামা ও তৌহিদী জনতার উপস্থিতিতে শান্তিগঞ্জ বাজারে সিলেট আঞ্চলিক মহা সড়কে প্রদক্ষিণ করে, শান্তিগঞ্জ জার চত্বরে হাফিজ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হযরত মাওলানা এমদাদুল হক হাসারচরী। বক্তব্য রাখেন মাওলানা খলিলুর রহমান,এম আব্দুল হাফিজ মাওলানা জাহাঙ্গীর খান,হাফিজ হোসাইন আহমদ, মাওলানা সাদিকুর রহমান, হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা সালিক বিন রফিক, সাঈদুর রহমান চৌধুরী, মাওলানা নূর মোহাম্মদ প্রমুখ। সমাবেশ পরবর্তী মজলুম ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসকন্দর আলী পার্বতীপুরী হুজুর। এতে উপস্থিত ছিলেন সর্বস্থরের মুসল্লিগণ তৌহিদি জনতা সহ প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com