অনলাইন ডেস্ক | শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 39 বার পঠিত
সিলেট শাহপরান দ্য লুমিনাস স্কুলের ২০২৪ শিক্ষাবর্ষের শেষান্তে অত্যন্ত আনন্দময় ও কোলাহলপূর্ণ পরিবেশ এবং বর্ণিল আয়োজনে বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
গতানুগতিক ক্লাসের একঘেয়েমি দূর করতে এবং শিক্ষার্থীদের কাছে স্কুলকে আনন্দময় করে তুলতে এই অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে দ্য লুমিনাস স্কুলের প্লে থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস পার্টিতে অংশগ্রহণ করে। শ্রেণি ভিত্তিক কেক কেটে আনুষ্ঠানিক ভাবে ক্লাস পার্টির উদ্বোধন করেন দ্য লুমিনাস স্কুলের প্রিন্সিপাল মো. সাইফুর রহমান এবং ভাইস প্রিন্সিপাল খসরুল আলম। এসময় শিক্ষার্থীদের সাথে শ্রেণি শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। কেক কাটার পূর্বে প্রিন্সিপাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ও উজ্জীবনী বক্তব্য রাখেন। এরপরেই শুরু হয় শিক্ষার্থীদের আনন্দ উল্লাস। তারা তাদের হাতের কারুকাজ দিয়ে শ্রেণিকক্ষ সাজানোসহ নাচে-গানে, আবৃত্তি, সহপাঠিদের সাথে ভাবের আদান-প্রদানের মাধ্যমে প্রাণবন্ত করে তোলে ক্লাস পার্টি।
স্কুল ক্লাস পার্টির অভিজ্ঞতা সম্পর্কে অনুভূতি প্রকাশ করে চতুর্থ শ্রেণির ছাত্র ও ভাইস ক্যাপ্টেন লাবীব ইকবাল জানায়, “আমাদের বার্ষিক পরীক্ষার আগে ক্লাস পার্টি অনুষ্ঠানে থাকতে পেরে আমি ভীষণ খুশি। এটি আমাদের কাছে অনেক আনন্দের বিষয়। আমি সুপার ক্লে এবং রঙিন সুতা দিয়ে হাতের কারুকাজ তৈরি করে ক্লাসরুম সাজিয়েছি। আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার এবং শ্রেণিশিক্ষকরা আমাদের সঙ্গে ছিলেন। খুব ভালো লাগছে। আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি।”
সারাদিন ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দের পর মধ্যাহ্নভোজের মাধ্যমে শিক্ষার্থীদের বর্ণিল ক্লাস পার্টি সম্পন্ন হয়।
Posted ৯:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed