বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জামালগঞ্জে ভূয়া ভূমিহীন সেজে খাসভূমি বন্দোবস্ত ধনাঢ্য পরিবারের দখলে

দিল আহমেদ, জামালগঞ্জ   |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   122 বার পঠিত

জামালগঞ্জে ভূয়া ভূমিহীন সেজে খাসভূমি বন্দোবস্ত ধনাঢ্য পরিবারের দখলে

সুনামগঞ্জের জামালগঞ্জে খাস ভূমি নীতিমালা বর্হিভূত ভূয়া ভূমিহীন সেজে এক পরিবার দেড়শ শতক ভূমি বন্দোবস্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ওই পরিবারের নামে বিপুল পরিমাণ অর্থ সম্পদ থাকার পরও নিজের বসত বাড়ি ও বাড়ির পাশে দুই দাগে বড় আকারের ২টি প্লট বন্দোবস্ত নিয়েছেন। শুধু তাই নয় সম্প্রতি জোর করে প্রতিবেশীর বসত বাড়িটিও দখলের চেষ্টাসহ মিথ্যা মামলা ও নানা ভাবে হয়রানির অভিযোগ উঠেছে ওই প্রভাবশালী ধনাঢ্য পরিবারের নামে।

রোববার (৩ নভেম্বর) সকালে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্য উপজেলার উত্তর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. মারুফ আহমেদ।

লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার কালীবাড়ি গ্রামের মৃত আজগর আলীর ছেলে আব্দুল করিম পৈতৃক সূত্রে একজন সম্পদশালী ব্যক্তি। তার পিতার মৃত্যুর পর উত্তরাধিকারী সূত্রে তার পিতার নামে থাকা সাত একর ভূমির মালিক হন আব্দুল করিম। এছাড়াও করিমের নিজ নামে উপজেলার বানিজ্যিক কেন্দ্র সাচনা বাজারে অর্ধ কোটি টাকা মূল্যের একটি নিজস্ব দোকান ঘর, মশলা মিলসহ আরো বিভিন্ন জায়গা-জমি রয়েছে। পৈত্রিক সূত্রে ও নিজ নামে কেনা এত সম্পদ থাকার পরও সম্পদের হিসাব গোপন রেখে করিম নিজের নামে ও তার স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যের নামে ভূমিহীন পরিচয় দিয়ে উপজেলা ভূমি অফিসের মাধ্যমে সাচনা বাজারের কালিবাড়ি গ্রামে দেড়শ শতক মূল্যবান জায়গা বন্দোবস্ত নিয়েছেন।
ভূমি অফিসের তথ্য থেকে জানাযায়, অভিযুক্ত করিম ২০১২ সালে সাচনা মৌজার ১নং সরকারি খতিয়ানভুক্ত কালিবাড়ি গ্রামে ৪২৯০ নং দাগে নিজেকে ভূমিহীন পরিচয় দিয়ে নিজ নামে ৫০ শতক, একই সময়ে তার স্ত্রী মোছাঃ সিদ্দিকা আক্তারকেও ভূমিহীন পরিচয় দিয়ে তার স্ত্রীর নামে ৪২৮৩ দাগে ৫০ শতক ও করিমের বসত বাড়িটিও ১৪৮৮/২৯৯৮ দাগে তার ছোট ভাইয়ের নামে ৫০ শতক ভূমি বন্দোবস্ত নেন।

সম্প্রতি প্রতিবেশী মারুফ তার জাগায় ঘর নির্মাণ করতে গেলে বাঁধা প্রদান করেন করিম, পরে মারুফের অভিযোগের ভিত্তিতে সংবাদকর্মীদের অনুসন্ধানে এতথ্য বেরিয়ে আসে। বিষয়টি জানাজানি হলে ইতোমধ্যে এলাকায় আলোচনা- সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এব্যাপারে মো. মারুফ বলেন, আমার দাদার আমল থেকেই এই বাড়িতে আমরা বসবাস করে আসছি। হঠাৎ করে করিম তার জায়গা দাবি করে আমাকে উচ্ছেদের হুমকি দিচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান-অভিযোগ পেয়েছি তদন্ত করে
ধনাঢ্য ব্যক্তি প্রমানিত হলে বন্দোবস্ত বাতিল করা হবে।

Facebook Comments Box

Posted ১০:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com