বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

জগন্নাথপুর প্রতিনিধি   |   বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   51 বার পঠিত

জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

অভিযানকালে তাদের কাছ থেকে ৩ কেজি ৯শ গ্রাম গাঁজা, একটি গাঁজার গাছ, গাঁজার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছে- জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মো. আতাউল্লাহ (৬০), রেনু বেগম (৪৫) ও শচীন্দ্র চন্দ্র দাস (৭০)।

বুধবার (৯ অক্টোবর) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর ও মেঘারকান্দি পৃথক গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জগন্নাথপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল গন্ধব গ্রামে আতাউল্লাহর বাড়িতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৫০ গ্রাম গাঁজা ও একটি গাঁজার গাছ উদ্ধারসহ আতাউল্লাহ ও রেণু বেগমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মেঘারকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে ৩ কেজি ৯শ গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী শচীন্দ্র চন্দ্র দাসকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন- সেনাবাহিনী জগন্নাথপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শোয়েব, ওয়ারেন্ট অফিসার মো. মঈন ও পুলিশের এসআই মো. ইসমাইল মিয়া।
আটককৃতদের জগন্নাথপুর থানায় সোর্পদ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০১ অপরাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com