গোয়াইনঘাট প্রতিনিধি | বুধবার, ১২ জুন ২০২৪ | প্রিন্ট | 50 বার পঠিত
সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাটের সড়ক পরিদর্শন করে গেছেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আলী আক্তার হোসেন।
মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত এলজিইডি প্রধান প্রকৌশলী সিলেটের গোয়াইনঘাট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করে গেছেন।
এসময় তিনি বন্যার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত করা সহ যান চলাচল স্বাভাবিক ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্নে করার জন্য উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
পরিদর্শন দল গোয়াইনঘাট উপজেলার সালুটিকর টু গোয়াইনঘাট সড়ক, গোয়াইনঘাট টু পিরিজপুর সড়ক ও সোনারহাট সড়ক, রাধানগর -গোয়াইনঘাট সড়কসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন।
এসময় সঙ্গে ছিলেন (এলজিইডির) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালে হানিফ,আজহারুল ইসলাম। সিলেটের নির্বাহী প্রকৌশলী কেএম ফারুক হোসেন,উপজেলা প্রকৌশলী মো রফিকুল ইসলাম প্রমুখ।
Posted ৯:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১২ জুন ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed