গোয়াইনঘাট প্রতিনিধি | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 20 বার পঠিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় রবি ২০২৪-২৫ মৌসুমে সরিষা, গম ও বিভিন্ন শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে গম ও সরিষার বীজ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা কৃষি অফিস আয়োজিত এক অনুষ্ঠানে ১১৫০ জন কৃষকের মধ্যে এসব বীজ বিতরন করা হয়।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক আহবায়ক সাংবাদিক মিনহাজ উদ্দীন, উপ সহকারী কৃষি কর্মকর্তাগন ও উপকার ভোগী কৃষকবৃন্দ।
ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০ কৃষকের মধ্যে জনপ্রতি ১০কেজি করে গম ও ১০০০ কৃষককে ২ কেজি করে সরিষা বীজ বিতরন করা হয়।
Posted ৯:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed