মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী শিক্ষার অগ্রগতিতে জমিয়াতুল মুদার্রেছীন আরো ভূমিকা রাখবে : মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   70 বার পঠিত

ইসলামী শিক্ষার অগ্রগতিতে জমিয়াতুল মুদার্রেছীন আরো ভূমিকা রাখবে : মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি

ইসলামী শিক্ষার অগ্রগতিতে জমিয়াতুল মুদার্রেছীন আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, জমিয়াতুল মুদার্রেছীন বাংলাদেশের মাদরাসা শিক্ষকদের বৃহৎ সংগঠন। ইসলামী শিক্ষার অগ্রগতিতে জমিয়াতুল মুদার্রেছীন আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। জমিয়াতুল মুদার্রেছীনের সকল কার্যক্রমে আমাদের আন্তরিকতা ও সহযোগিতা ছিল। এটা অব্যাহত থাকবে। আমি প্রত্যাশা করি অরাজনৈতিক এ সংগঠনটি মাদরাসা শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের পাশাপাশি মাদরাসা শিক্ষা উন্নয়ন ও জাতীয় শিক্ষাক্রমে ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে সচেষ্ট থাকবে এবং পাঠ্যক্রমে ইসলাম বিদ্বেষি পাঠ্যসূচি বাতিল ও ধর্ম বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখবে।

রবিবার (২১ জানুয়ারি) হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা হলে বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন সিলেট বিভাগের উদ্যোগে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আয়োজিত দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন সিলেট বিভাগের আহবায়ক মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে ও সদস্য সচিব ড. মোহাম্মদ মইনুল ইসলাম পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীনের যুগ্ম মহাসচিব মাওলানা এ কে এম মনোওর আলী ও সহকারী মহাসচিব মাওলানা নোমান আহমদ।

বাংলাদেশ জমিয়তুল মুদার্রেছীন মৌলভীবাজার জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদের কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা মো. শামসুল ইসলাম, সিলেট মহানগর সভাপতি আবু সালেহ মো. কুতবুল আলম, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা মো. আব্দুল আহাদ, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. ছরওয়ারে জাহান, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. শফিকুর রহমান, সিলেট মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ কুতবুল আলম, সুনামগঞ্জ জেলা সহসভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফায।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা ময়নুল হক, মাওলানা সৈয়দ ইউনুস আলী, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, মাওলানা ড. সৈয়দ শহীদ আহমদ আহমদ বোগদাদী, মাওলানা মারজানুর রহমান খান, মাওলানা আবু তাহির মো. হোসাইন, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা লুৎফুর রহমান সিরাজী, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা সাদিকুর রহমান শিবলী, মাওলানা কুহিনুর উদ্দিন চৌধুরী, মাওলানা মশাহিদ আলী, মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী, মাওলানা অলিউর রহমান চৌধুরী, মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা রেদাউল করিম, মাওলানা মো. আব্দুল জব্বার চৌধুরী, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা জুয়েল আহমদ লতিফি, মাওলানা ছাদিকুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

Posted ১১:৪০ অপরাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com