অনলাইন ডেস্ক | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 36 বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছিলেন মেয়ে। বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠের পাশে মেয়ের জন্য বাইরে অপেক্ষা করছিলেন মা শামীম আরা বেগম। সেখানে বুকে ব্যথা হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে এ ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গুচ্ছ পরীক্ষা দিতে এসে এক শিক্ষার্থীর অভিভাবক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশকে জানানো হলে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, ওই অভিভাবক মেয়েকে পরীক্ষার হলে রেখে মুহসীন হল মাঠের পাশে অপেক্ষা করছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। আশপাশের মানুষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শামীম আরা বেগমের মেয়ে আরোয়া তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৩-২৪ সেশনের কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারা মিরপুর-১৩ নম্বরে থাকতেন।
Posted ১০:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed