আমতলী (বরগুনা) প্রতিনিধি | শনিবার, ১২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 51 বার পঠিত
বরগুনার জেলা প্রশাসক শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় আমতলীর শ্রী শ্রী রাধাগোবিন্ধ মন্দির, বন্দে শ্রী বিষ্ণু পরমাপর মন্দির ও শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দিরে অনুষ্ঠিত ৩টি পূজামন্ডপ পরিদর্শন করেন।
মন্ডপ ৩টি পরিদর্শনের সময় জেলা প্রশাসক পূজারী ও পূজা কমিটির সদস্যদের সাথে আলাদা আলাদা মতবিনিময় সভা করেন। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান, জুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস, সম্পাদক জগদীশ চন্দ্র বসু প্রমুখ।
Posted ১০:৫১ অপরাহ্ণ | শনিবার, ১২ অক্টোবর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed