শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাঠ্য বইয়ে নবী ও সাহাবাদের জীবনী যুক্ত করতে হবে: সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   82 বার পঠিত

পাঠ্য বইয়ে নবী ও সাহাবাদের জীবনী যুক্ত করতে হবে: সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির

ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলার আমির মাওলানা তোফায়েল আহমেদ খাঁন বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো মানুষের সাথে খারাপ আচরণ করেনি, ভবিষ্যতেও করবে না। আমাদের আচরণ দিয়ে আমরা বুঝিয়ে দেই জামায়াতের লোকজন নির্মল চরিত্রের অধিকারী। রাসুল (স.)-এর জীবনাদর্শে আমাদের জীবন পরিচালনা করতে হবে। কুরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। নবী করিম (স.) এবং সাহাবীগণদের জীবনী শ্রেণিভেদে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শান্তিগঞ্জের ঝিলমিল অডিটোরিয়ামে সীরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে জামায়াতে ইসলাম শান্তিগঞ্জ উপজেলা শাখা।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার যেসব সেক্টরে দলীয় করণ করেছিলো সেসব সেক্টর থেকে দলকানা লোকদের বের করে দিতে হবে। শিক্ষার মান বাড়াতে হবে। আমাদের কলিজার টুকরা নবী (স.)-এর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে বিদায় দিতে হবে। যারা রসূলের প্রেমিক তাঁদেন কথা শুনতে হবে, গুরুত্ব দিতে হবে। সৎ, যোগ্য ও খোদা ভীরু ব্যক্তিকে নেতৃত্বে নিয়ে আসতে হবে। শুধু রাজনীতি করলে হবে না, পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া রাজনীতি করা যায় না।

সীরাত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ জামায়াতে ইসলামীর আমির হাফিজ আবু খালেদ। সেক্রেটারি মাস্টার দেলোয়ার হোসেন ও সহ-সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মুমতাজুল হাসান আবেদ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সহ-সভাপতি আবদুস সালাম আল মাদানী, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক আবদুল আহাদ, আল হেরা জামিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবুল কালাম আজাদ, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের বায়তুল মা’ল সেক্রেটারি মাও. আবু বকর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শান্তিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মামুন আহমদ ও কবি আজমল আহমদ।

এসময় পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শমসের আলী, পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নূরুল হক, পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাছুম আহমদ, সেক্রেটারি সোহেল আহমেদ শিশু, দরগাপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি শামীম আলম, শিমুলবাক ইউনিয়ন জামায়াতের সভাপতি এখলাছুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কবির আহমদ, সেক্রেটারি শিব্বির আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি আলফাজ আহমদ, জয়কলস ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. সাইদুর রহমান ও সেক্রেটারি আলাউর রহমানসহ উপজেলা জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:৪২ অপরাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com