গাজীপুর প্রতিনিধি | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 107 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আকম মোজাম্মেল হক ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানসহ ২৩২ জনের নামে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। উপজেলার সফিপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অন্তর হোসেন (২২) নামের এক তরুণ নিহতের ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেন বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার সফিপুর এলাকায় গত ৫ আগস্ট বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে সিরাজগঞ্জের অন্তর হোসেন নামের এক তরুণ নিহত হন। পরে তাঁর লাশ নিহতের পরিবার উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। ওই ঘটনায় বুধবার রাতে নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এছাড়া এ মামলায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মো: ওসমান গনি, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: কামাল উদ্দিন সিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও গাজীপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো: সেলিম আজাদ,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলসহ অজ্ঞাতনামা ৩০০/ ৪০০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১০:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed