শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সীমান্তে মানবপাচার ও চোরাচালান বন্ধে জাফলংয়ে বিজিবির মতবিনিময় সভা

গোয়াইনঘাট প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   59 বার পঠিত

সীমান্তে মানবপাচার ও চোরাচালান বন্ধে জাফলংয়ে বিজিবির মতবিনিময় সভা

ছবি : সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে এপার- ওপার অবৈধ অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সীমান্ত জনপদের মানুষজনের সাথে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় সিলেট ৪৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সরকারি পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনে’র সঞ্চালনায় উপজেলার সংগ্রাম বিওপি নিয়ন্ত্রিত পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সিলেট ( ৪৮ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান সীমান্তের জনপদের মানুষজনের উদ্দেশ্যে বলেন,বাংলাদেশ ভারত সীমান্তের এপার- ওপার অবৈধ অনুপ্রবেশ,মানব পাচার, আন্তর্জাতিক সীমান্তরেখায় বিভিন্ন সীমান্ত নদী, পাহাড়ি ছড়া বা এর আশেপাশের এলাকায় অবৈধভাবে যাতায়াত ও সীমান্তের শূন্যরেখায় কোন ধরনের গবাদি পশু না চড়ানো,নারী- শিশুসহ মানবপাচার এবং মাদক,গাঁজা, ইয়াবা( চিনি, পেঁয়াজ, বিড়ি, কসমেটিকস, মসলা, সুপারি, খাদ্য সামগ্রী, কাঁচা শুকনো মাছ হাঁস মুরগি সবজি ক্রোকারিজ গবাদী পশুসহ) সব ধরনের চোরাচালন প্রতিরোধে জনসচেতনতার জন্য সমাবেশে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

সমাবেশ শেষে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিশেষজ্ঞ চিকিৎসক টিমের সহযোগিতায় সীমান্ত জনপদের বসতি গুলোতে থাকা পরিবার গুলোর সদস্যদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সহ ওষুধপত্র বিতরণ (মেডিকেল ক্যাম্পেইন) কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোঃ হাফিজুর রহমান।

মতবিনিময় সভায় ( মেডিকেল ক্যাম্পেইনে) উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার( ভূমি) মোঃ সাইদুল ইসলাম, জৈন্তাপুর সহকারী কমিশনার( ভূমি) ফারজানা আক্তার লাবনী।

এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান উপজেলার বিভিন্ন বিওপির সুবেদার, হাবিলদার , বিজিবি সদস্যগন, স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন মানুষজন,ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ জেলা উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।

Facebook Comments Box

Posted ৭:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com