বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   47 বার পঠিত

শান্তিগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

ছবি : সংগৃহীত

শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি মোদের একটাই, ন্যায্যতায় ১০ম গ্রেড চাই মর্মে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে যোগ্যতা এবং ন্যায্যতার ভিত্তিতে মোদের একটাই, ন্যায্যটায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ” এক মানববন্ধনের আয়োজন করেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত সহকারী শিক্ষকগণ।

মানববন্ধনে উপজেলার বড়মোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়ছল আহমদ এর সঞ্চালনায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণকে বর্তমান ১৩ম গ্রেড তৃতীয় শ্রেণি থেকে যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে যথোপযুক্ত মর্যাদা ১০ম গ্রেড দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করতে বিভিন্ন যৌক্তিকতা উপস্থাপন করে বক্তব্য প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ। তাঁরা দাবি তুলেন সম যোগ্যতায় স্নাতক/সমমান হয়ে পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, উপ সহকারী কৃষি অফিসার, ইউনিয়ন সচিব, হাসপাতাল নার্সরা ১০ম দ্বিতীয় শ্রেণির মর্যাদা পেলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ কেন নয়? তাঁরা আরও বলেন একজন শিক্ষক হিসেবে তৃতীয় শ্রেণির কর্মচারী পরিচয়ে সমাজে হেনস্তার শিকার হতে হয় যা মানসিক হীনমন্যতা সৃষ্টি করে। তাছাড়াও আর্থিক অসচ্ছলতার কারণে তাঁরা জীবনযাত্রার মানের দিক থেকে সমাজের নিম্ন স্তরের জীবনযাপন করতে হয় যা অত্যন্ত কষ্টদায়ক। এসময় ১০ম গ্রেড প্রদানের যৌক্তিকতা উপস্থাপন করে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আহমেদ, আবু তাহের সনি, নিবাস তালুকদার, জাহেদুর রহমান, কামরুজ্জামান, ফয়জুল হক, রিন্টু কুমার দাস, হোছনা বেগম প্রমুখ।

Facebook Comments Box

Posted ১১:০১ অপরাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com