শান্তিগঞ্জ প্রতিনিধি | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 50 বার পঠিত
শান্তিগঞ্জ উপজেলায় লোডশেডিং, ভূতুড়ে বিদ্যুত বিলসহ নানামুখী সমস্যার সমাধানের লক্ষে মতবিনিময় সভা করেছেন পশ্চিম পাগলা ইউনিয়নের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের একটি কক্ষে এ সভা করেন তারা।
সভায় বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ পল্লী বিদ্যুতের সহকারি ব্যবস্থাপক (এজিএম) ইয়াছিন মাহমুদ ইমরান, লাইন টেকনিশিয়ান মোকসেদুল মোমিন, গণমাধ্যমকর্মী ও প্রভাষক ইয়াকুব শাহরিয়ার, গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক ওবায়দুল হক মোনেম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাফওয়ান মাহমুদ উজ্জল।
সভায় শিক্ষার্থীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে এজিএম ইয়াছিন মাহমুদ ইমরান বলেন, লোডশেডিং একটি জাতীয় সমস্যা। আমরা বিদ্যুতের সাপ্লাই কম পাচ্ছি তাই লোডশেডিং হচ্ছে। তবে গত দু’তিন দিন ধরে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুত পাওয়ায় সাপ্লাইও দিচ্ছি ভালো। বিদ্যুত বিলের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। মিটার রিডিং-এ কোনো ত্রুটির থাকলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেবো। হাসপাতাল, উপজেলা পরিষদ ছাড়া বাকী সব জায়গায় বিদ্যুতের সমান সাপ্লাই হচ্ছে৷ কোনো বৈষম্য করা হচ্ছে না। ত্রুটিপূর্ণ মিটারগুলোর খুঁজ নেওয়া হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে। আমরা গ্রাহকদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করি। সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ উপজেলার সকলের সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন- পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান সাদ্দাম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সানি আহমেদ, জুমন আহমেদ, ইমন মিয়া ও মাজহারুল ইসলাম প্রমুখ।
Posted ১০:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed