শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে ট্রাকের চাপায় কারখানার নারী শ্রমিক নিহত, আহত ৩

গাজীপুর প্রতিনিধি   |   মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   46 বার পঠিত

গাজীপুরে ট্রাকের চাপায় কারখানার নারী শ্রমিক নিহত, আহত ৩

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি মালবাহী ট্রাকের চাপায় পোশাক কারখানার এক নারী শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৩ জন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হরিণহাটি এলাকায় এদুর্ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঘাতক ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয় এবং প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। নিহত শিরিন উপজেলার হরিণহাটি এলাকার স্টারলিং ডিজাইন্স নামে একটি পোশাক কারখানার শ্রমিক বলে কারখানা সূত্রে জানা যায়।

কারখানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১টার সময় উপজেলার হরিণহাটি এলাকায় স্টারলিং নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা দুপুরের বিরতিতে খাবার খেতে কারখানা থেকে বাহিরে যান। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হবার সময় উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে শ্রমিকদের চাপা দেয়। ট্রাকের চাপায় শিরিন নামে এক নারী শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হয় আরো ৩ জন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা ঘাতক ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শুরু হয় যানবাহনের যাত্রী ও চালকদের সীমাহীন দুর্ভোগ। গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক থেকে চলে গেলে বিকেল সাড়ে ৩টায় মহাসড়কে যান চলাচলা স্বাভাবিক হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ১০:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com