আমতলী (বরগুনা) প্রতিনিধি | বুধবার, ২৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 56 বার পঠিত
শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। রবিবার (২৫ আগস্ট) সকালে বরগুনার জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে তার হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট, সনদ ও এক মাসের ফুল বেতনের সমপরিমাণ অর্থের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।
জানা গেছে ২০২৩-২৪ অর্থবছরে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম সততা, স্বচ্ছতা ও হয়রানিমুক্ত নাগরিক সেবা প্রদানের জন্য তাকে এ পুরস্কারের জন্য মনোনিত করা হয়। রবিবার সকাল সাড়ে ১১টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে এক সভার মধ্যে দিয়ে আনষ্ঠানিক ভাবে ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও একমাসের বেতনের সমপরিমান অর্থের চেক তুলে দেন বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বরগুনার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপসচিব মো. তানজীম, বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পিজুস চন্দ্র দে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের আগে ২০২২-২৩ অর্থ বছরে আমতলী উপজেলার সহকারী কমিশনারের অতিরিক্ত দায়িত্বপালনকালে সততা, স্বচ্ছতা ও হয়রানিমুক্ত নাগরিক ভূমি সেবা প্রদান করায় বরগুনা জেলায় শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) পুরস্কার পান।
Posted ৯:৩২ অপরাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed