বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলীতে বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় থানায় পৃথক ২টি মামলা দায়ের

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   শনিবার, ২৪ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   13 বার পঠিত

আমতলী শহরের পুরাতন বাজারে অবস্থিত বিএনপির কার্যলয় ভাংচুর ও লুটপাটের অভিযোগে উপজেলা আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদক এবং অংগ সংগঠনের নেতাকমীসহ সাড়ে ৪শ’ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে আমতলী থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। গত ৫ আগস্ট সোমবার দুপুর সাড়ে ১২টার সময় সরকার পতনের দিন সকালে বিএনপির অফিস ভাংচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আমতলী উপজেলা বিএনপির সদস্যসচিব তুহিন মৃধার পক্ষ থেকে করা মামলার বাদী হচ্ছেন ছাত্রদলের আহবায়ক মো. সোয়েবুল ইসলাম। তার করা মামলার আসামী সংখ্যা ৫৫ জন। এ মামলায় অজ্ঞাত দেখানো হয়েছে ১৫০-২০০ জনকে। বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের পক্ষে করা মামলার বাদী হচ্ছেন পৌর যুবদলের আহবায়ক মো. জাকির হোসেন। এ মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে।

মামলা দুটির উল্লেখযোগ্য আসামিরা হলেন আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মো. মতিয়ার রহমান, সাধরণ সম্পাদক জিএম ওসমানী হাসান, সহ সভাপতি নুরুল ইসলাম মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খান, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুল আহসান নান্নু, সাবেকইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সহিদুল ইসলাম মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান ,হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, কুকুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধা, ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মনি ,সাবেক জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট মো.আরিফুল হাসান, সাবেক জেলা পরিষদ সদস্য আহারুজ্জামান আলমাস খান,পৌর কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ,সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার,এ্যাডভোকেট মাহাবুবুর রহমান মইন পাহলান ও মো. হারুন অর রশিদ।

তবে মামলায় সাবেক বিএনপি নেতা আমতলী বারের সভাপতি এ্যাডভোকেট মো মহসীনকে উদ্দেশ্যমূলক আসামী করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

মামলার বাদীদ্বয় এজাহারে উল্লেখ করেন ৫ আগস্ট সোমবার দুপুরে অবরোধ কর্মসূচি চলা কালে আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতা কর্মীরা আমতলী পৌর সভার পুরাতন বাজারে বিএনপি অফিসে রামদা,ছ্যানা, লোহার রড ও লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে অফিস ভাংচুর করে ও মালামাল লুট করে নিয়ে যায়।

উল্লেখ্য আমতলীতে বিএনপি দুটি ভাগে বিভক্ত। তারা আলাদা আলাদা ভাবে দলীয় কর্মসূচী পালন করছেন। একটি ভাগের নেতৃত্বে রয়েছেন বর্তমান সদস্য সচিব মো. তুহিন মৃধা। অন্যটির নেতৃত্বে রয়েছেন সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু বলেন বিএনপির দুটি পক্ষের নিকট থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে,মামলা দুটি এজার হিসেবে গন্য করা হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১১:১০ অপরাহ্ণ | শনিবার, ২৪ আগস্ট ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com