বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে ভাউমান টালাবহ মডেল হাই স্কুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   25 বার পঠিত

কালিয়াকৈরে ভাউমান টালাবহ মডেল হাই স্কুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ভাউমান টালাবহ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক হারেজ আলীর অপসারণের দাবিতে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলে ধরে তাকে অপসারণের দাবি জানান। এ ঘটনায় স্কুল প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

উপজেলার ভাউমান টালাবহ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক হারেজ আলীর বিরুদ্ধে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানা গেছে।
প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ চলাকালীন কিছু সময়ের জন্য অন্যান্য শিক্ষকদের স্কুলের ভেতরে প্রবেশে বাধা দেয় এবং এক পর্যায়ে তাদের আটকে রাখে শিক্ষার্থীরা ।

প্রধান শিক্ষক হারেজ আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান যে, বর্তমানে বিদ্যালয়ে আমি উপস্থিত নেই। তবে শিক্ষার্থীদের অভিযোগ ও বিক্ষোভ সম্পর্কে অবগত আছেন এবং বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

Facebook Comments Box

Posted ১০:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com