সুনামগঞ্জ প্রতিনিধি | শনিবার, ১৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 38 বার পঠিত
বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে ৩৩ সদস্য উপজেলা কমিটি গঠন করা হয়।
শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৩ টায় উপজেলার জগন্নাথপুর পৌর এলাকার মদীনাতুল খাইরী আল-ইসলামী মিলনায়তনে দলের জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুনঈম কামালী শাহীন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এম.সাইফুর রহমান সাজাওয়ার’র পরিচালনায় বার্ষিক মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ শাহীদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, অর্থ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ফেদাউল হক।
শুরা অধিবেশনে সর্ব সম্মতিক্রমে মাওলানা আব্দুল মুনঈম কামালী শাহীনকে সভাপতি, মাওলানা এম সাইফুর রহমান সাজাওয়ারকে সেক্রেটারী ও মাওলানা ফজলে রাব্বি মারুফকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, মাওলানা মুফতি আকমল হুসাইন, মাওলানা শামসুল হক, মাওলানা রিয়াজ উদ্দিন রাজু, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, মাওলানা উমর ফারুক, মাওলানা আব্দুল বাসিত, সহ সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ, মাওলানা মাসরুর আহমদ খান, মাওলানা সুহেল আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বী মারুফ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহফুজুল আলম শামরান, ক্বারী নজরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলান ফজলুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সালিক আহমদ, পাঠাগার সম্পাদক মুহাম্মদ শামসুল ইসলাম,সহ পাঠাগার সম্পাদক মাওলানা হাফিজ নাজমুল ইসলাম সুহেল, অফিস সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালিন, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা আবু তাহের, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা জাহাঙ্গীর বিন হারুন,সহ প্রচার সম্পাদক মাওলানা কাউসার আহমদ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ মাওলানা শামসুদ্দিন,সহ সমাজ কল্যাণ সম্পাদক খন্দকার রুমেন উদ্দিন, স্ব্যাস্থ বিষয়ক সম্পাদক ডা. মুহিবুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা আইয়ুব আলী কামালী,শাহেদুল ইসলাম খান, মাওলানা আব্দুল হাই কামালী সুহিত, মাওলানা শফিকুল ইসলাম।
অধিবেশনে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনার জেল-জুলুম ও নির্যাতন থেকে সাম্প্রতিক ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে জালিম সরকারের হাত থেকে দেশবাসী মুক্ত। তাই দেশকে নতুন রুপে নতুন সাজে অহিংসার মাতৃভূমি গড়ে তুলতে খেলাফত প্রতিষ্ঠার লক্ষে আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।
Posted ৯:৩৮ অপরাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed