শনিবার ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাফলংয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গোয়াইনঘাট প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   38 বার পঠিত

জাফলংয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক এইচ এম মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) গোয়াইনঘাটের জাফলংয়ে বেলা ১১টা থেকে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে কয়েক শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।এসময় ক্লাস বর্জন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করে।

দুপুরে স্কুলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী জড়ো হয়ে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তারা বিক্ষোভ করছে। এ সময় বিদ্যালয়ের ক্লাস বর্জন করে বর্তমান শিক্ষার্থীদেরও বিক্ষোভে অংশ নিতে দেখা যায়।

জাফলংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আতিকুজ্জামান অনিক বলেন, ছাত্র আন্দোলনের সময় প্রধান শিক্ষক অনেক ষড়যন্ত্র করেছেন। যারা আন্দোলনে সমর্থন দিয়েছেন সেসব শিক্ষার্থীদের তিনি নানাভাবে হুমকি–ধমকি দিতেন। তাই আমরা এই শিক্ষকের পদত্যাগ দাবি করছি।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি সাইফুল ইসলাম মান্না জানান, জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজকে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করতেন এই শিক্ষক। এসব কারণে শিক্ষার্থীরা তাঁর পদত্যাগের এক দফা দাবিতে সোচ্চার হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি ইমরান আহমদ সাব্বির ও ফয়েজ আহমেদ জানান, শিক্ষার্থীদের বেঁধে দেয়া….নির্ধারিত সময়ের মধ্যে মনিরুজ্জামান পদত্যাগ না করলে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অফিস রুমে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে, প্রধান শিক্ষক মনিরুজ্জামান পদত্যাগ না করা পর্যন্ত জাফলংয়ের আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ছাত্র সমাজ।

Facebook Comments Box

Posted ৯:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com