বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর-গাড়িতে আগুন

গাজীপুর প্রতিনিধি   |   শনিবার, ০৩ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   51 বার পঠিত

গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর-গাড়িতে আগুন

ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ  মহাসড়কের মাওনা-চোরাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। সেই সাথে  দুটি পুলিশের গাড়িতেও আগুন দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছুঁড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুত মোড়ে অবস্থান নেন গাজীপুরের বিভিন্ন স্কুল কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। সরকার দলীয় কর্মী-সমর্থকরা মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে উত্তেজনা দেখা যায়। কিছু সময় পর আন্দোলনকারীরা মাওনা ফ্লাইওভার এলাকায় যান। পরে তারা পল্লী বিদ্যুৎ মোড়ে ফিরে যান। এসময় আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা মাওনা ফ্লাইওভারের নিচ থেকে খণ্ড মিছিল বের করেন। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে আবারো মাওনা চৌরাস্তায় আসেন। এসময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা মাওনা হাইওয়ে, গাজীপুর জেলা পুলিশ, শ্রীপুর থানা পুলিশের তিনটি বক্সে ভাঙচুর চালান। এসময় গাজীপুর জেলা পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে উত্তেজিত শিক্ষার্থীরা  আশপাশে লাগানো বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করে। পরে তারা দুইটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিউল আলম জানান , গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় পুলিশের  গাড়ি ও পুলিশ বক্স পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

Facebook Comments Box

Posted ৯:৪২ অপরাহ্ণ | শনিবার, ০৩ আগস্ট ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com