শনিবার ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তের হামলা, টাকা-মোবাইল লুট

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   60 বার পঠিত

শান্তিগঞ্জে ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তের হামলা, টাকা-মোবাইল লুট

ছবি : সংগৃহীত

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে জাহিদুল ইসলাম (২৬) নামের এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন জাহিদুল। তিনি পশ্চিম পাগলার চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

গত সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় পাগলা বাজার সংলগ্ন চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের রাস্তায় এঘটনা ঘটে। তিনি পাগলা বাজারে বিকাশ, নগদ, রকেটের এজেন্ট হিসেবে ব্যবসা করে আসছেন।

হামলার শিকার জাহিদুল ইসলামের বড় ভাই পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম জানান, ‘গত সোমবার রাতে নিত্যদিনের মত ব্যবসা কার্যক্রম শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন জাহিদুল। চন্দ্রপুর (কোনারবাড়ি) রাস্তায় পৌঁছালে ৩-৪ জন মুখোশধারী তার উপর হামলা চালায়। এসময় তার মাথা ও ঘাড়ে লোহার শাবল দিয়ে আঘাত করে হামলাকারীরা। লোহার আঘাতে গুরুতর আহত হয়ে জাহিদুল মাটিতে লুটিয়ে পড়লে তাঁর সাথে থাকা ৩ লক্ষ টাকা ও ব্যবসার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন লুট করে হামলাকারীরা।’

শফিকুল ইসলাম আরোও জানান, ‘খবর পেয়ে আমাদের পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে রাতে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তবে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারা কী কারণে এ হামলা চালিয়েছে তা তিনি বলতে পারেননি। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন বলেন, ‘হামলার খবর পেয়েছি। এব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

Facebook Comments Box

Posted ১০:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com