বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মতবিনিময় সভায় বক্তারা

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   34 বার পঠিত

শান্তিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মতবিনিময় সভায় বক্তারা

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে উন্মুক্ত মতবিনিময় সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার মানোন্নয়ন ও অবকাটামোর উন্নয়নে দেশব্যাপী কাজ করা হচ্ছে। শিক্ষকদেরকে দক্ষ করে তোলার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উদ্যোগ নেয়া হয়েছে। মানসম্মত শিক্ষার ক্ষেত্রে সুনামগঞ্জ জেলা অনেকটা পিছিয়ে আছে। এর মুল কারণ কী তা বের করতে হবে। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই মিলে চেষ্টা করলে শিক্ষার মানোন্নয়নে সফল হওয়া যাবে।

বক্তারা আরো বলেন, শান্তিগঞ্জ উপজেলায় বিগত এসএসসি পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। আসন্ন ২০২৫ এসএসসি পরীক্ষায় শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিবাবকদের সমন্বয়ে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে কি ভাবে ভাল ফলাফল করা যায় সেই বিষয়ে আলোচকগণ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। পাশপাশি শিক্ষকদের পাঠ দানে নতুন কর্ম পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (১৬ জুলাই) দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় এফআইবিডি হল রুমে উপজেলার শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সভাপতি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শান্তিগঞ্জ উপজেলায় শিক্ষার মানোন্নয়নের সমন্বয়ক সাদাত মান্নান অভির সভাপতিত্বে ও ডুংরিয়া হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এর সহযোগী অধ্যাপক মো. শাহরিয়ার আহমদ খলিল চৌধুরী, সুনামগঞ্জ বিজ্ঞান ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর রসায়ন বিভাগের প্রভাষক মো. নুর আমিন বিটু, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহমুদুল হাসান, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন জাকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন।

এসময় শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন উজানীগাঁও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, পাগলা হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরব আলী, আমরিয়া ইসলামিয় আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মো. ইব্রাহিম, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মাহমুদুল হাসান, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মদন মোহন রায় সহ প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com