বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাফলংয়ে যাত্রী ছাউনিতে দোকান উচ্ছেদ করলেন ইউএনও

গোয়াইনঘাট প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   42 বার পঠিত

জাফলংয়ে যাত্রী ছাউনিতে দোকান উচ্ছেদ করলেন ইউএনও

ছবি : সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটের জাফলং বাজারে বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনি দখল করে গড়ে উঠা দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার জাফলংয়ে উচ্ছেদ অভিযানের মধ্যে দিয়ে দখলমুক্ত ও জনগণের জন্য উন্মুক্ত করে দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল।

অভিযানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার এএসআই সাদ্দাম হোসন ও স্থানীয় ইউপি সদস্য ফকরুল ইসলামসহ আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, যাত্রী ছাউনিতে অবৈধ দোকান অপসারণ করে তাৎক্ষণিকভাবে জনস্বার্থে যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। জনকল্যাণে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যাত্রী ছাউনির আধুনিকায়ন করা হবে।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে থানা পুলিশের সহায়তায় জনস্বার্থে দীর্ঘদিনের ভোগান্তি জাফলং যাত্রী ছাউনি কে অপদখল মুক্ত করা হয়েছে। তাছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যাত্রী ছাউনিতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে।

অভিযান শেষে ইউএনও জাফলং বাস স্ট্যান্ড সংলগ্ন জায়গার জলাবদ্ধতা নিরসনে ও জনদুর্ভোগ লাঘবে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করার নিমিত্ত সরেজমিনে পরিদর্শন করেন।

Facebook Comments Box

Posted ১০:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com