বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে আগুনে পুড়লো কলোনির ৮০টি ঘর

গাজীপুর প্রতিনিধি   |   শুক্রবার, ২৪ মে ২০২৪   |   প্রিন্ট   |   71 বার পঠিত

গাজীপুরে আগুনে পুড়লো কলোনির ৮০টি ঘর

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে অন্তত ৮০টি বসত ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (২৪ মে) দুপুরে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটেছে।

জানা যায়, উপজেলার তেলিরচালা এলাকায় স্থানীয়দের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে সারোয়ার ও সুফিয়ানসহ কয়েক ব্যক্তি ঘর তুলে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষদের কাছে ভাড়া দিয়েছিলেন। শুক্রবার দুপুরে সারোয়ারের কালোনিতে প্রথমে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হয়। আগুনে কলোনির চারটি গলির প্রায় ৮০টি ঘর পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর ১টা ১৫মিনিটে কলোনিতে আগুন লাগার খবরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

 

 

Facebook Comments Box

Posted ৯:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ মে ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com