ছাতক প্রতিনিধি | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 80 বার পঠিত
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হতে চাচ্ছেন সিএনজি চালিত অটোরিকশা চালক মো. সাচ্চু বিশ্বাস। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত ৪১নং দল হিসেবে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের দিনের শেষ বেলায় ‘বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট’ দলের হয়ে নিজের মনোনয়নপত্র দাখিল করে ভোট যুদ্ধে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত হায়দার আলী বিশ্বসের ছেলে মো. সাচ্চু বিশ্বাস।
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট যুদ্ধে অংশ গ্রহণকারী মো. সাচ্চু বিশ্বাস এক সময় সাবেক রাস্ট্রপতি মরহুম হুসেইন মো. এরশাদের ভক্ত ছিলেন। সেই হিসেবেই দীর্ঘ সময় জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি জাতীয় পার্টি কেন ত্যাগ করলেন এমন প্রশ্নের জবাবে সাচ্চু বিশ্বাস আজকের সংবাদ২৪ ডটকমকে বলেন, ‘বর্তমান জাতীয় পার্টির নেতৃত্বে পল্লীবন্ধু এরশাদের নীতি আর্দশ হারিয়ে গেছে, যে কারণে তিনি দল পরিবর্তন করে ‘বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট’ দলে যোগদান করেছেন। গরিবের দল হিসেবে আমি সাধারণ মানুষের ভোট পাবো বলে ধারণা করছি। এছাড়ও দীর্ঘ সময় অটোরিকশা চালক হিসেবে এলাকায় পরিচিত থাকায় পরিবহণ শ্রমিকরা আমাকে সমর্থন ও ভোট দিবে বলে আশা রাখছি।’
তিনি আরও বলেন, ‘আমি বেশ কিছুদিন অসুস্থ থাকায় প্রবাসীদের আর্থিক সহায়তায় ৭ বার ভরতে গিয়ে উন্নত চিকিৎসা করিয়েছি। ভোটে নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে দরিদ্র-অসহায় মানুষের জন্য ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় দুটি উন্নত মানের হাসপাতাল তৈরী করা। যাতে করে আমার মতো কেউ সুচিকিৎসার কষ্ট পেতে না হয়। আমি দেখেছি, বিগত সংসদ নির্বাচনে অনেক মানুষ ভোট দিতে পারেনি।’
তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি করেন দ্বাদশ সংসদ নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
Posted ৫:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
ajkersangbad24.com | Fayzul Ahmed