মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
সুপ্রিম কোর্ট বারে মারামারি

ব্যারিস্টার কাজল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   59 বার পঠিত

ব্যারিস্টার কাজল গ্রেপ্তার

বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২৫) দুই দিনব্যাপী নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর পল্টনে নিজ চেম্বার থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ব্যারিস্টার কাজলকে আটক করে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে।
‘আরও ৩টি নতুন ট্রেন আসছে ঢাকা-কক্সবাজার রুটে’

ব্যারিস্টার কাজলের চেম্বারের জুনিয়র মারুফ ফাহিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার ও বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোট গণনাকে কেন্দ্র করে শুক্রবার ভোরে আইনজীবী সমিতি মিলনায়তনে হট্টগোল, বাদানুবাদ, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় সুপ্রিম কোর্ট বারের ভোটকে কেন্দ্র করে একটি মামলা হয়। সে মামলায় এবারের নির্বাচনে সম্পাদক পদপ্রার্থী রুহুল কুদ্দুস কাজল, নাহিদ সুলতানা যূথীসহ ২০ আইনজীবীকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে এ মামলায় ৫ জন আইনজীবীকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৯ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com