মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচন ভবনের সামনে কুমিল্লা-১ আসনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   95 বার পঠিত

নির্বাচন ভবনের সামনে কুমিল্লা-১ আসনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

আপিল শুনানি কার্যক্রমে নির্বাচন ভবনে এসে কুমিল্লা-১ আসনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কুমিল্লা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা নাঈম হাসানের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল আবেদন নামঞ্জুর করেন নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে তার মনোনয়নপত্র এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরে গরমিল থাকার অভিযোগে বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

আপিলে নাঈমের আবেদন না মঞ্জুর হলে তারা বেরিয়ে যাওয়ার সময় দেখতে পান আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সবুরের সমর্থকরা দাঁড়িয়ে আছেন। এ সময় দুই পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে নাঈমের দুই কর্মীকে আটক করে নিয়ে যায়।

এ নিয়ে নাঈম হাসান সাংবাদিকদের বলেন, তারা আমার কর্মীদের গালিগালাজ করছিল। এছাড়া আপিল আমার, তারা কেন এখানে? থাকলে থাকতে পারেন রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি।

এ বিষয়ে শের-ই-বাংলা নগর থানার উপ-পরিদর্শক নিয়ামুল ইসলাম বলেন, একটু উত্তেজনা তৈরি হয়েছিল। আসলে কাউকে আমরা আটক করিনি। বরং জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com