শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
সিলেট জেলা ও মহানগর বিএনপিতে অসন্তোষ

মানববন্ধনে উপস্থিত না থেকেও বক্তার তালিকায় মুক্তাদিরের নাম

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   128 বার পঠিত

মানববন্ধনে উপস্থিত না থেকেও বক্তার তালিকায় মুক্তাদিরের নাম

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার (১০ ডিসেম্বর) সিলেটে মানববন্ধনের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি। দুপুরে আদালত চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন না বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তবে অনুষ্ঠান শেষে জেলা বিএনপির পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, এ মানববন্ধনে খন্দকার মুক্তাদির বক্তব্য দিয়েছেন।

তবে মানববন্ধনে উপস্থিত একাধিক নেতাকর্মীর দাবি, তারা খন্দকার মুক্তাদিরকে অনুষ্ঠানস্থল কিংবা আশেপাশে কোথায়ও দেখেননি। মানববন্ধনের বিভিন্ন ছবিতেও তাকে দেখা যায়নি। অনুষ্ঠানে অনুপস্থিত একজনের নাম বক্তা তালিকায় দেখে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির অনেকে। তারা একে অতিথি জালিয়াতি হিসেবে আখ্যায়িত করেছেন। এনিয়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, ‘নির্দিষ্ট স্থানেই কর্মসূচি পালনের লক্ষ্য ছিল আমাদের। কিন্তু মানববন্ধনের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশের সময় পুলিশ এসে মৌখিক বাধা দেয়। যার ফলে আমরা আদালত চত্বরে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালনে বাধ্য হই।’

তিনি বলেন, ‘খন্দকার মুক্তাদির কর্মসূচিতে এসেছিলেন। তবে, আদালত চত্বরে ঢুকতে যেয়ে পুলিশি বাধায় তাকে ফেরত যেতে হয়েছে।’

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। খন্দকার মুক্তাদিরের উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘আমি উনাকে মানববন্ধনে দেখিনি। অনেক সাংবাদিকও সেখানে ছিলেন। তারা এ ব্যাপারে আরও ভালো বলতে পারবেন।’

মানববন্ধন কর্মসূচি শেষে রবিবার বিকেল ৪টার দিকে সিলেট জেলা বিএনপির অফিসিয়াল ইমেইল থেকে সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম সাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়। এই বিজ্ঞপ্তিতে খন্দকার আব্দুল মুক্তাদির মানববন্ধনে বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়।

মানববন্ধনের উপস্থিত কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘খন্দকার আব্দুল মুক্তাদির মানববন্ধনে উপস্থিতই ছিলেন না। কর্মসূচিতে উপস্থিত না থেকে তিনি বক্তব্য দেন কীভাবে তা আমাদের বোধগম্য নয়।’

Facebook Comments Box

Posted ৬:০৪ অপরাহ্ণ | রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com