শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে পুসাগ ট্যালেন্ট হান্ট ১ম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   39 বার পঠিত

গোয়াইনঘাটে পুসাগ ট্যালেন্ট হান্ট ১ম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

“এক্সপ্লোর ইয়োরসেল্ফ ইন ডিফারেন্ট ওয়েস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে পুসাগ ট্যালেন্ট হান্ট-২৪ ১ম বৃওি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯.৫০ মি.থেকে ১১.৫০ মি পর্যন্ত এ পুসাগ ট্যালেন্ট হান্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাবলিক ইউনিভার্সিটিস স্টুডেন্ট এয়াসোসিয়েশন অব গোয়াইনঘাট (PUSAG)-এর আয়োজনে হাজী আব্দুল গফুর ট্রাস্টের স্পনসরে ১ম পুসাগ ট্যালেন্ট হান্ট-২৪ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার বঙ্গবীর এমএজি ওসমানী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৩টি বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে ৮ম শ্রেণি ১১৬ জন ১০ শ্রেণির ১২৭ জন। সর্বমোট ২৪৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

 

উপস্থিত ছিলেন, পুসাগ সাবেক সভাপতি গোলজার হোসেন (DMC), সাধারণ সম্পাদক আশিকুর রহমান (BSMRSTU),
সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন(BSMRSTU), জহুরা বেগম(SUST), বর্তমান সভাপতি রুহুল আমিন মারুফ(SUST), সাধারণ সম্পাদক জুনেদ আহমদ (BSMRSTU), কোষাধ্যক্ষ ফখরুজ্জামান ফলিক (SUST), অফিস সম্পাদক রুবেল আহমদ রাহি (DU), সমাজ কল্যাণ সম্পাদক ফয়সল আলম রুমন (SUST), পাঠাগার সম্পাদক আলী হোসেন (DU), সাংস্কৃতিক বিষয় সম্পাদক আরিফ উদ্দিন (SUST)।

সদস্য মো. মোস্তাফিজুর রহমান মুতি (SAU), হানিফ সিদ্দিকী (SAU), মোহাম্মদ আরিফ আহম (SUST)।

 

Facebook Comments Box

Posted ৬:১১ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com