শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথে নারী কাউন্সিলরের দায়ের করা মামলায় মেয়রের জামিন 

বিশ্বনাথ প্রতিনিধি   |   সোমবার, ২৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   51 বার পঠিত

বিশ্বনাথে নারী কাউন্সিলরের দায়ের করা মামলায় মেয়রের জামিন 

ফাইল ছবি

বিশ্বনাথ পৌরসভার ২নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রাসনা বেগমের দায়ের করা মামলায় আদালত থেকে জামিন লাভ করেছেন পৌর মেয়র মুহিবুর রহমান।

সোমবার (২৯ এপ্রিল) সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে জামিন আবেদন করলে আদালত মেয়র মুহিবুর রহমানের জামিন মঞ্জুর করেন। এর পূর্বে একই মামলায় গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) একই আদালত থেকে জামিন লাভ করেন পৌরসভার কাউন্সিলর ফজর আলী, কাউন্সিলর বারাম উদ্দিন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও উদ্যোক্তা সুরমান আলীসহ মামলার এজাহারনামীয় ৭ অভিযুক্ত।

বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের জামিন লাভের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট সুমন পারভেজ।
উল্লেখ্য, গত বুধবার (২৩ এপ্রিল) বিশ্বনাথ থানায় পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রাসনা বেগম বাদী হয়ে মেয়র মুহিবুর রহমান’সহ ৮ জনের নাম উল্লেখ করে ‘মারধর, শ্লীলতাহানী ও মেয়রের নির্দেশে গাড়ি দিয়ে প্রাণে হত্যা’র চেষ্টার অভিযোগে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৫। মামলায় আরোও ৪/৫ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত রাখা হয়।

Facebook Comments Box

Posted ১০:০৫ অপরাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com