পলাশ (নরসিংদী) প্রতিনিধি | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 51 বার পঠিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, পলাশ একটি ফুলের নাম আর এ ফুলকে ধরে রাখতে হবে পলাশের যুবদলকে। মনে রাখতে হবে তিনটি শক্তির মাধ্যমে সমাজ সুন্দর রাখা যায়। ন্যায়-নীতি, শৃঙ্খলা ও আদর্শের মাধ্যমে। শহিদ জিয়া আওয়ামী লীগের বাকশাল থেকে জনতাকে মুক্ত করেছিলেন। ঠিক একইভাবে ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া স্বৈরাচার মুক্ত করেছিল। পলাশকে টেন্ডার, চাঁদাবাজি, সন্ত্রাসী থানায় পরিনত করেছিল। হাসিনা সরকার পতনের পর পলাশে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে। আর এ শান্তি শৃঙ্খলা ধরে রাখতে হবে যুবদলকে। আমরা দেখেছি বিগত সময় শেখ হাসিনার সরকার এদেশকে তারা পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছিল। তারা কোনদিন চিন্তাও করেনি ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারকে পলায়ন করতে হবে। আওয়ামী লীগ সরকার এদেশের গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখেছিল। কিন্তু এদেশের ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে গণতন্ত্রের অধিকার ফিরে আসে এবং এ অধিকার যতক্ষন পর্যন্ত বাস্তবে রূপান্তরিত না হয় ততক্ষন পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে।
সোমবার (২৮ অক্টোবর) নরসিংদীর পলাশ উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শহিদ আবু সাঈদসহ যত ছাত্র-জনতা আন্দোলনে শহিদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের রক্ত বৃথা হতে দেওয়া যাবে না। এজন্য সবাইকে একসাথে হয়ে গণতন্ত্র রক্ষা করার জন্য কাজ করতে হবে।
পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেন শাহ শানু, সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল হক, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন ভুইয়া, যুগ্ম আহ্বায়ক মাসুদ খান, বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পলাশ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পৌর যুবদলের সদস্য সচিব শাহিন বিন ইউসুফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিন্টু ভূইয়া, ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সানোয়ার মিয়া প্রমুখ।
Posted ৯:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed