বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুনামগঞ্জ-৩ আসন নিজেকে বিএনপির প্রার্থী ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   41 বার পঠিত

সুনামগঞ্জ-৩ আসন নিজেকে বিএনপির প্রার্থী ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর উপজেলা) আসনে নিজেকে জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নিজের বক্তব্য পেশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, ‘ভয়ভীতি উপেক্ষা করে, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে গত ১১ বছর ধরে আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির প্রচারণা চালাচ্ছি। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আমার বিরুদ্ধে লন্ডনে একটি এবং বাংলাদেশে আরো একটি হয়রানিমূলক মামলা করেছিলেন।

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সমর্থন ও তার ওপর হামলার প্রতিবাদ করায় ২০১২ সালের নভেম্বর মাসে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। এভাবে জাতীয়তাবাদী দলের আদর্শ প্রচারের কারণে আমাকে মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানি করা হয়েছে। কিন্তু এসব প্রতিকূলতা ডিঙ্গিয়ে আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে তৃণমূলে কাজ করে যাচ্ছি। এখন তৃণমূলের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি আগামী জাতীয় নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছি।

প্রার্থিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, ‘আমার অতীতের নির্যাতিত হওয়ার ঘটনা ও মাঠে আমার রাজনৈতিক অবস্থা বিবেচনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিবেচনা করবেন। তারা যে সিদ্ধান্ত দেবেন আমি মেনে নেব।

সংবাদ সম্মেলনে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ছলিবনুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এস এম রাবেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজমুল হোসেন, সাবেক ছাত্রদল নেতা মোফাসসির আহমেদ রিয়াদ, সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. মুর্শেদ আহমেদ, ছাত্রদল নেতা তপু ইসলাম ইমন, ত্বাকিন মিয়া, জিসান, ফখরুল ইসলাম রিহান, মিনহাজুল আলম এবং উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:২৫ অপরাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com