বিশ্বনাথ প্রতিনিধি | রবিবার, ৩০ জুন ২০২৪ | প্রিন্ট | 48 বার পঠিত
পরিবশেগতভাবে সিলেটের বিশ্বনাথে রাসেলস ভাইপারের কোন অস্তিত্ব নেই। তবুও সাম্প্রতিক আতঙ্কে, নির্বিচারে অন্য প্রজাতির সাপ নিধনের হিড়িক পড়েছে এ উপজেলায়। গেল ক’দিনে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক সাপ। খোঁজ নিয়ে জানা গেছে, এগুলো বেশির ভাগই নিরীহ-নির্বিষ। এ নিধনের ফলে জীববৈচিত্র্য ও কৃষি উৎপাদন হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রাণী বিশেজ্ঞরা।
জানা গেছে, সম্প্রতি দেশজুড়ে রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পরার পর থেকে, বিশ্বনাথের বিভিন্ন এলাকায় অন্যান্য প্রজাতির সাপ নিধন বেড়েছে। পিটুনিতে মারা যাচ্ছে পরিবেশ-প্রকৃতি এবং কৃষকের বহুবিধ উপকারি অনেক নির্বিষ সাপ। এমনকি পিটিয়ে মারা হচ্ছে ঢোঁড়া সাপও। পরে মজার ছলে এটিকে ‘রাসেলস ভাইপার’ বলে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন কেউ কেউ। পিটিয়ে মারা সাপের তালিকায় রয়েছে, দাঁড়াশ, দুধরাজ, বেত আঁচড়া, হেলে সাপ, লাউডগা (স্থানীয় নাম পাতালত) ও জলঢোরা ইত্যাদি।
এ বিষয়ে কথা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. নাহিদ নওরিন বলেন, ‘প্রত্যেক প্রাণিরই প্রকৃতিতে বড় ভূমিকা রয়েছে। এভাবে সাপ নিধন ঠিক নয়। যেকোন প্রানী মেরে ফেলাই বেআইনি। সাপ রক্ষার সবাইকে সচেতন হতে হবে।
Posted ১০:১৭ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed