মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তামাবিল ডাউকি সীমান্তে ভারত ভ্রমন শেষে ফেরার পথে এক বাংলাদেশীর মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি   |   রবিবার, ২৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   30 বার পঠিত

তামাবিল ডাউকি সীমান্তে ভারত ভ্রমন শেষে ফেরার পথে এক বাংলাদেশীর মৃত্যু

ছবি : সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল-ডাউকি সীমান্তে ভারত ভ্রমন শেষে দেশে ফেরার পথে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে।

শনিবার ( ২২ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে তামাবিল-ডাউকি সীমান্তে বাংলাদেশি নাগরিক জুনায়েদ হোসাইন (৪৫) মারা যান।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভারতীয় ডাউকি ইমিগ্রেশন পুলিশ নিহতর লাশ তামাবিল ইমিগ্রেশন পুলিশ নিকট হস্থান্তর করেন।
জানাগেছে, বাংলাদেশি নাগরিক জুনায়েদ হোসাইন (৪৫), পিতাঃ মৃত মোঃ ইকবাল হোসেন ,বাসা নং-১০, ফ্ল্যাট নং- বি/৭, রোড নং-০২, শ্যামলী, শের-ই- বাংলা নগর, ঢাকা-১২০৭। তার ব্যবহৃত পাসপোর্ট নাম্বারঃ A13114514।

তিনি গত (১৯ জুন) তার স্ত্রী ও সন্তানদের নিয়ে তামাবিল ইমিগ্রেশন হয়ে ভারত ভ্রমণে গিয়ে ছিলেন।
(২২ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে ভারতের ডাউকি ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেন।
ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র চেকপোস্টে আসার পর তিনি জানান তার সন্তানের পাসপোর্টে ভারতের ডাউকি ইমিগ্রেশনে সিল দেওয়া হয় নাই। পাসপোর্টে সিল আনতে পুনরায় ইমিগ্রেশনে যাওয়া পথে জুনায়েদ হোসাইন বুকের ব্যথা অনুভব করেন।
এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে সাথে সাথে ভারতের ডাউকি ইমিগ্রেশন পুলিশ চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জুনায়েদ হোসাইন-কে মৃত ঘোষণা করেন।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের (ইনচার্জ) মো: রুনু মিয়া জানান, ঘটনার পর ডাউকি ইমিগ্রেশন পুলিশ বিষয়’টি আমাদের অবগত করেন। ঘটনার পর ভারতের

ডাউকি পুলিশ আইনগত প্রক্রিয়া শেষ করে রাত সাড়ে ১২ টার দিকে জুনায়েদ হোসাইনের লাশ এবং মৃত্যুর প্রয়োজনীয় কাগজপত্র সহ তামাবিল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এসময় তামাবিল সীমান্ত ফাড়িঁর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে লাশ নিহতর নিকটতম আত্মীয় স্বজন (স্ত্রী ও বোন) ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বুঝিয়ে নেন।

Facebook Comments Box

Posted ৯:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com