গোয়াইনঘাট প্রতিনিধি | শনিবার, ২২ জুন ২০২৪ | প্রিন্ট | 69 বার পঠিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যা কবলিত এলাকায় বন্যা দুর্গতদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিতকরণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।
শনিবার (২২ জুন) সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত উপজেলার লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া গ্রামে ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে হাতিরপাড়া গ্রামে মোবাইল ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল সূত্র জানায়, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি ঘন্টায় ৬০০ লিটার পানি পরিশোধনপূর্বক সরবরাহ করার সক্ষমতা রয়েছে।
বন্যা দুর্গত এলাকার জনগণকে ১০ লিটার ধারণ ক্ষমতার জেরিকেনে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।
এছাড়াও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস থেকে বন্যা দুর্গত এলাকার জনগণকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পানির পাত্র ( কলস, বোতল, হাড়ি) সহ এসে পানি নিয়ে আনার জন্য অনুরোধ করা হচ্ছে।
Posted ৯:৫৮ অপরাহ্ণ | শনিবার, ২২ জুন ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed