গোয়াইনঘাট প্রতিনিধি | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ | প্রিন্ট | 50 বার পঠিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৯টা থেকে শুরু করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৩টি ইউনিয়নে বন্যার্তদের মাঝে এসব শুকনো খাবার বিতরণ করা হয়। এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও (সিলেট-৪) আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি।
তিন হাজার প্যাকেট শুকনো খাবারের মধ্যে প্রতি প্যাকেটে ছিল ২ কেজি চিড়া,আধা কেজি গুড়, মোমবাতি ও দিয়াশলাই। পরে এমপি ইমরান উপজেলার বিছনাকান্দি, রুস্তুমপুর, লেংগুড়া, নন্দীরগাঁও ও তোয়াকুল ইউনিয়নে বন্যায় দুর্যোগ পরিস্থিতি পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এছাড়া উপজেলা প্রশাসন বুধবার (১৯ জুন) উপজেলার ২৯টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত ১৭২৫ জন এবং ১৩ টি ইউনিয়নে ৩১ মে. টন চাল, শুকনা খাবার চিড়া গুড়, রান্না কারা খাবার,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
Posted ১০:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed