বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জগন্নাথপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ   |   রবিবার, ০৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   50 বার পঠিত

জগন্নাথপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে জমে উঠছে কোরবানির পশুর হাট। জগন্নাথপুর উপজেলা সদরে কোরবানির পশুর এ হাটে দেশীয় মোটাতাজা গরু কেনাবেচার ধুম পড়েছে। পছন্দের গরু কিনতে হাটে ক্রেতাদের ঢল নেমেছে। কঠোর নিরাপত্তা ও ফিস কম থাকায় হাটে কেনাবেচা চলছে বলে সংশ্লিষ্টরা জানান। প্রতি বছরের মতো এবারো জগন্নাথপুর পৌর সদরের হেলিপ্যাড মাঠে কোরবানীর পশুর হাট বসেছে। প্রতি সপ্তাহের রোববার ও বুধবার হচ্ছে জগন্নাথপুর হাট। ক্রেতা ও বিক্রেতাদের উৎসাহিত করতে হাট কমিটির পক্ষ থেকে ফিস কমিয়ে দেয়া হয়। হাটে গরু প্রতি আসিল ফিস মাত্র ১হাজার টাকা রাখা হচ্ছে। আসিলের দায়িত্বে থাকা জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ও গরুর হাট ইজারাদার বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া জানান, দেশীয় পছন্দের গরুর দাম মানুষের ক্ষয়-ক্ষমতার মধ্যে রয়েছে। আমাদের হাটে ক্রেতা ও বিক্রেতাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আগামী বুধবার ও রোববার এ হাটে আরো বেশি গরু আমদানি হবে।

Facebook Comments Box

Posted ৯:৩৯ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুন ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com