দিরাই প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 187 বার পঠিত
বিজয়ের মাস ডিসেম্বর। দিরাই মুক্ত দিবস আজ ৭ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয়েছিল হাওরপাড়ের দিরাই। মুক্তিযোদ্ধাদের আক্রমণে নাকাল পাকহানাদার দিরাই ছাড়তে বাধ্য হয়। ১৯৭১ সালের আজকের এইদিনে ৭ ডিসেম্বর দিরাই থেকে পাকবাহিনী পালিয়ে যায়। এ খবরে উপজেলার প্রতিটি স্বাধীনতাকামী মানুষ মেতে উঠে বিজয়ের সুরে।
মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে ভাটির জনপদ দিরাইয়ের প্রায় ৫শ দেশ প্রেমিক সূর্যসন্তান মুক্তিযুদ্ধে অংশ নেন। এই যুদ্ধে শহীদ হন তৎকালীন সুনামগঞ্জ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তালেব উদ্দিনসহ ১৩ বীর সৈনিক। বিজয়ের ৯ দিন আগে ৭ ডিসেম্বর মুক্ত হয় দিরাই। ওই দিনই লেজ গুটিয়ে দিরাই থেকে পাক হায়েনার দল ও তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদররা পালিয়ে যায়। ৭ ডিসেম্বর বিকেলেই দিরাইয়ের প্রতিটি স্বাধীনতাকামীদের ঘরে বেজে ওঠে বিজয়ের গান।
Posted ১০:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
ajkersangbad24.com | Fayzul Ahmed