অনলাইন ডেস্ক | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 62 বার পঠিত
যুগপরুষোত্তম পরমপ্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৬তম জন্মমহোৎসব জগন্নাথপুর উপজেলায় সৎসঙ্গের উদ্যাগে শুক্রবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী নানা অনুষ্ঠান ও ব্যাপক ভক্ত সমাগমের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
পৌর শহরের যাত্রাপাশা মঙ্গল চন্ডী মন্দির চত্বরে এ উপলক্ষে এক আলোচনা ও ধর্ম সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক রজত গোপ। অনুষ্ঠানে সমবেত প্রার্থনা, লীলা সংকীর্ণ ও মহা প্রসাদ বিতরণ করা হয়।
জগন্নাথপুর উপজেলা সৎসঙ্গের সভাপতি গনেশ চক্রবর্তীর সভাপতিত্বে ও শিক্ষক নীল কান্ত দাসের পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য দেন সৎসঙ্গের নেতা সুকুমার দাস রঞ্জন, নিখিল সুত্রধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, পূজা উদযাপন পরিষদ নেতা শশী কান্ত গোপ, যাত্রাপাশা মঙ্গল চন্ডী মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রজেশ গোপ, শিক্ষক বিনয় সরকার প্রমুখ।
Posted ৯:৩০ অপরাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed