বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুরাতন খোয়াই নদীর ময়লা-আবর্জনা অপসারণ করলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   59 বার পঠিত

পুরাতন খোয়াই নদীর ময়লা-আবর্জনা অপসারণ করলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি

হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে চুনারুঘাট পৌরসভা এলাকার পুরাতন খোয়াই নদীতে নামেন তিনি। এর আগে সকালে পৌরসভার উত্তরবাজার এলাকায় নদীতে প্রায় ৭০০ স্বেচ্ছাসেবী নিয়ে ময়লা-আবর্জনা অপসারণ করেন তিনি।

তার এই কাজে সহযোগিতা করেন বিডি ক্লিন নাম একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ৬৫০ জন সদস্য। এরপর বিকেলে পরিষ্কার করা নদীতে নৌকা দিয়ে ঘোরেন ব্যারিস্টার সুমন। একপর্যায়ে নৌকা থেকে নেমে সাঁতার কেটে তীরে আসেন তিনি।

নদীর ময়লা পরিষ্কার করার পর নৌকায় চড়ে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, স্বপ্ন ছিল নৌকা চড়বো, নৌকাতে মানুষকে চড়াবো। এটি সম্ভব হয়েছে বিডি ক্লিনের জন্য। অনেকটুকু ময়লা পরিষ্কার করে নৌকায় চড়া শুরু করেছি এবং আমরা সফল হয়েছি। তিনি বিডি ক্লিনকে ধন্যবাদ জানান।

বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম রবি বলেন, বিডি ক্লিনের প্রধান লক্ষ্য হচ্ছে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া। ব্যারিস্টার সুমন ভাইয়ের আমন্ত্রণে আমরা সাড়ে ৬শ সদস্য নিয়ে এখানে এসেছি। নদীটি পরিষ্কার করে আমরা বাড়িতে ফিরবো।

জানা গেছে, চুনারুঘাট শহরকে বড় করতে ৭০ এর দশকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এক কিলোমিটার দূরে স্থানান্তরিত করা হয় মূল খোয়াই নদী। এরপর থেকে শহরের পাশে অন্তত ৩ কিলোমিটার নদী পরিত্যক্ত হয়ে পড়ে। সময়ের ব্যবধানে দখল আর দূষণে অস্থিত্ব সংকটে পড়ে নদীটি।

Facebook Comments Box

Posted ১১:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com