মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শাহ্ ওয়ালীউল্লাহ (রহ.) নূরানী একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি   |   বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   98 বার পঠিত

শাহ্ ওয়ালীউল্লাহ (রহ.) নূরানী একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহ্ ওয়ালীউল্লাহ (রহ.) নূরানী একাডেমি হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একাডেমি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে বুধবার (১৭ জানুয়ারি ) সকাল ১০টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাওলানা নূর হোসাইনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা সৈয়দ মইনুল ইসলাম।

 

 

তিনি বলেন, এ একাডেমি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর বাবা মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে একাডেমি এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে একাডেমি সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে একাডেমি শিক্ষার মান আরও উন্নত হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম,মাওলানা জিয়াউর রহমান,
মাওলানা সৈয়দ আরশদ আহমদসহ শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক সদস্যবৃন্দ, গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৩৯ অপরাহ্ণ | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com