বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিয়ানীবাজারে কংক্রিটের ব্লক ফ্যাক্টরির উদ্বোধন

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   69 বার পঠিত

বিয়ানীবাজারে কংক্রিটের ব্লক ফ্যাক্টরির উদ্বোধন

কম খরচে পরিবেশবান্ধব ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে কংক্রিটের ইট তৈরির ফ্যাক্টরি উদ্বোধন করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীর শেওলা ব্রিজ সংলগ্ন কন বল্ক বাংলাদেশ কংক্রিট ব্রিকস অ্যান্ড ব্লক ফ্যাক্টরি বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে উদ্বোধন করেছেন সিলেট গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী।

উদ্বেধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট গণপূর্ত সার্কেলের তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. ওসমান গনী, সিলেট গণপূর্ত সার্কেলের অতিরিক্ত প্রকৌশলী আবু জাফর প্রিন্স সহ সিলেট গণপূর্ত সার্কেলের র্কমকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দারূল ইসলাম চৌধুরী দারা, সাইদুস সালাম, দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির প্রমুখ।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দারূল ইসলাম চৌধুরী দারা জানান, পরিবেশ বান্ধব, কম খরচ, ভূমিকম্প সহনশীল অত্যন্ত মজবুত পাকা ভবন নির্মাণে এ কংক্রিটের ইটের জুড়ি নেই।

উদ্বেধনী অনুষ্ঠানে সিলেট গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী বলেন ‘পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদনকারীদের প্রণোদনা প্রদান করবে সরকার। ইট ভাটার ধোঁয়া পরিবেশের জন্য অনেক ক্ষতিকর তাই পুরানো ইটের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি করতেই হবে। প্রথমদিকে এটার প্রচলন কষ্টকর হলেও পরিবেশের স্বার্থে সবাইকে এটা গ্রহণ করতে হবে।’

Facebook Comments Box

Posted ১০:৩২ অপরাহ্ণ | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com