মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোবিন্দগঞ্জ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   62 বার পঠিত

গোবিন্দগঞ্জ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন কলেজের গর্ভর্ণিং বডির সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রিন্সিপাল সুজাত আলী রফিক, উপাধ্যক্ষ মো. মহী উদ্দীন, সহকারী অধ্যাপক শামসুন নাহার বেগম, সহকারী অধ্যাপক মো. তৈমুছ আলী, সহকারী অধ্যাপক বরণ কুমার চৌধুরী, সহকারী অধ্যাপক শাহ্ শফিকুল আলম, সহকারী অধ্যাপক রতিলাল রায়, সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জান্নাত আরা খান, সহকারী অধ্যাপক কৃপাসিন্ধু দাস, সহকারী অধ্যাপক নিখিল রঞ্জন দাস।

এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রিন্সিপাল সুজাত আলী রফিক বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণ তরুণীরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

এসময় উপস্থিত ছিলেন- প্রভাষক সনজিৎ নারায়ণ চৌধুরী, মো. আকবর আলী, শ্রী তপন কুমার দে, আমিন উদ্দিন, মো. নজরুল ইসলাম, শিল্পী সমাজপতি, বাবুল চন্দ্র দেব, আবুল হাসনাত, মো. শাহীন রাজা, মো. খলিলুর রহমান, মো. মফিজুল ইসলাম, মো: কুতুব উদ্দিন, সালমা বেগম, শিমুল পাল সহ কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ।

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ছেলে মেয়েরা ১০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, উচ্চলাফ, সুই-সুতা দৌড়, হা-ডু-ডু, মিউজিক্যাল চেয়ার, কর্মকর্তা ও কর্মচারীদের হাঁস ধরা, ২০০ মিঠার প্রতিবন্ধক দৌড়, ২০০ মিটার রিলে, চাকতি নিক্ষেপ, দীর্ঘ লাফ, ভারসাম্য দৌড়, বর্শা নিক্ষেপ, পাতিল ভাঙ্গা ও শিক্ষকদের ফুটবল প্রতিযোগিতা প্রভৃতি।

সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান সহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৫:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com