বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জগন্নাথপুরে পৃথক দুটি চুরির মামলায় গ্রেপ্তার ৭, চুরি যাওয়া মিশুক উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি   |   সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   90 বার পঠিত

জগন্নাথপুরে পৃথক দুটি চুরির মামলায় গ্রেপ্তার ৭, চুরি যাওয়া মিশুক উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুরে গত দুই দিনে পৃথক দুটি মামলায় ৭ চোরকে গ্রেপ্তারসহ চুরি যাওয়া ব্যাটারিচালিত মিশুক গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) মিশুক চুরির মামলায় ৪ চোরকে এবং গত রবিবার (১৪ জানুয়ারি) গরু চুরির মামলায় গ্রেপ্তারদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ ডিসেম্বর রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌরসভার এনায়েতনগর এলাকার মিশুক চালক তাওহিদ মিয়ার গাড়িটি জগন্নাথপুর বাজারের মোবাইল মার্কেটের সামন থেকে চুরি হয়ে যায়। পরে সে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধ জগন্নাথপুর থানায় মামলা করে।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) শামছুল আরেফীন বলেন, মিশুক চুরির ঘটনায় রানীগঞ্জ সেতুর টোল প্লাজার সিসিটিভির ফুটেজ দেখে গত রবিবার রাতে মোহন নামের এক চোরকে আটক করা হয়। পরে তার তথ্যমতে অপর তিন চোরকে গ্রেপ্তারসহ চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শ্যামারগাঁও গ্রামের আফিক উল্লার ছেলে সুমন মিয়া (৩১), আমিনপুর গ্রামের তালেব আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া (৩০), নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের হাসিম মিয়ার ছেলে মোহন আহমদ (২০) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাজিরগাঁও গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে দুলন মিয়া (৩০)।

এদিকে, গত ১০ জানুয়ারি রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের তফজ্জুল হকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তফজ্জুল হক বাদী হয়ে গত রোববার ১৪ জানুয়ারি ৫ জনের নামের মামলা দায়ের করেন। পরে ওই মামলার তিন আসামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

 

 

তারা হলেন, সিলেটের বিশ্বনাথ উপজেলার চান্দভরাং গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৩৫), উপজেলার শ্রীরামসি গ্রামের মৃত মশাহিদ আলীর ছেলে আঞ্জু মিয়া (৪৫) ও একই গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে সাদিক মিয়া (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, গত দুই দিনে পৃথক দুটি চুরির ঘটনায় ৭ চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার সাথে জড়িত বাকি আসামীদের গ্রেপ্তারসহ চুরি যাওয়া গরু উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:২৮ অপরাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com