মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হাওরজেলা সুনামগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা, বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর   |   শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   83 বার পঠিত

হাওরজেলা সুনামগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা, বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা

জানুয়ারি দেশের শীতলতম মাস হলেও এ বছর গত মঙ্গলবার (৯ জানুয়ারি) পর্যন্ত হাওরাঞ্চলে শীত তেমন ছিল না। কিন্তু গত বুধবার (১০ জানুয়ারি) রাত থেকে শুরু হাওরজেলা সুনামগঞ্জে তীব্র শীতের প্রকোপ শুরু হয়েছে।ঘন কুয়াশা আর হিমেল হওয়ায় জড়সড় হয়ে পড়েছেন হাওরাঞ্চলের মানুষ।
শুক্রবার (১২ জানুয়ারি) সূর্যের মুখ দেখা না যাওয়ায় শীতের তীব্রতা যেন বেড়েছে কয়েকগুণ। তীব্র শীত ও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। হতদরিদ্র ও নিম্ন আয়ের লোকজন পড়েছেন বিপাকে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। রিকসা-ভ্যান চালক, দিনমজুর, কৃষিশ্রমিকরা পথে ও মাঠে নেমে সামান্য কাজ করেই শীতে কাবু হয়ে পড়ছেন। অপরদিকে হাসপাতালে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা।

জগন্নাথপুর নলুয়াহাওর পাড়ের কৃষক সেলিম জানান, এখন বোরো ধানের চারা রোপণের সময়। কিন্তু কুয়াশা ও বাতাসের মাত্রা বেড়ে যাওয়ায় বোরো জমিতে চারারোপণ করতেও পারছেন না শ্রমিকরা।

টমটম চালক কামাল বলেন, শীতের তীব্রতা বেশি হওয়ায় মানুষজন বাসা থেকে বের হচ্ছেন না। তাই আয়-রোজগার নেই। তবে পথেঘাটে থেকে ঠাণ্ডায় কষ্ট হচ্ছে। খুব কঠিন অবস্থা বিরাজ করছে।

ব্যবসায়ী মো. হিরা বলেন, শীতের প্রকোপ বেশি থাকায় জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছে না। হাট-বাজারে লোকজনের উপস্থিতিও কম।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আরা আশা বলেন, শীতের তীব্রতা বেড়েছে। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অনেকেই ভর্তি হয়েছে। তাদের মধ্যে বয়স্ক ও শিশুরা সংখ্যা বেশি।

Facebook Comments Box

Posted ১১:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com