কুলাউড়া প্রতিনিধি | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 103 বার পঠিত
নির্বাচন শেষ হতেই নিজের পোস্টার অপসারণে নামলেন মৌলভীবাজার-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
সোমবার (৮ জানুয়ারি) সকালে তার কর্মী সমর্থকদের নিয়ে তিনি পোস্টার অপসারণের উদ্বোধন করেন। কুলাউড়া পৌর শহর ঘুরে দেখা গেছে, প্রার্থীদের পলিথিন মোড়ানো পোস্টারে পুরো শহর সয়লাব হয়ে গেছে। এসব পোস্টার ছিটকে পড়লেও পচে নষ্ট হবে না। আবর্জনার স্তুপ জমে উঠবে। এতে করে পরিবেশ দুষিত হবে। তাই বিজয়ী প্রার্থী নির্বাচনের পরদিন নিজের পোস্টার অপসারণে নেমেছেন।
অপসারণকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, কুলাউড়া সংসদীয় আসনের বিভিন্ন রাস্তাঘাটের পাশে যেখানে পলিথিন মোড়ানো পোস্টার বাধা রয়েছে সেগুলো অপসারণ করতে হবে। কেননা, পলিথিন মোড়ানো পোস্টার পরিবেশ নষ্ট করে। এগুলো সাধারণত পচে না। তাই আমাদের নিজ দায়িত্বে এগুলো অপসারণ করে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
Posted ১১:২৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed