মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুনামগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিজয়ী

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ প্রতিনিধি   |   রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   162 বার পঠিত

সুনামগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিজয়ী

সুনামগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বিজয়ী ঘোষণা করা হয়েছে।
সুনামগঞ্জ-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ব্যালট পেপারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি (নৌকা প্রতীক) ৪র্থ বারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি এবার টানা ৪র্থ বারের মতো এমপি নির্বাচিত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি মোট ভোট পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯শ ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমুল বিএনপি মনোনীত, জমিয়তের সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী (সোনালী আঁশ প্রতীকে) পেয়েছেন ৩ হাজার ৯শ ভোট।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৬শ ৪৩জন। এর মধ্যে জগন্নাথপুরে ২ লাখ ১ হাজার ৭শ ৬৪। যাদের মাঝে পুরুষ ১ লাখ ১ হাজার ৩’শ ২২ জন। মহিলা ১ লাখ ৪শ ৪০ জন ও ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। আর শান্তিগঞ্জ উপজেলা মোট ভোটার ১ লাখ ৪২ হাজার ৮শ ৭৯ জন, পুরুষ ৭২ হাজার ৪’শ ৫২জন, মহিলা ভোটার ৭০ হাজার ৪শত ২৭ জন ও ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। মোট ১৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে জগন্নাথপুর উপজেলায় ৮৯টি, শান্তিগঞ্জ উপজেলায় ৫৬টি ভোট কেন্দ্র।

এবার জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ৪ জন প্রার্থী। প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান (নৌকা), তৃণমুল বিএনপি মনোনীত জমিয়তের সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টি মনোনীত যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব তৌফিক আলী মিনার (লাঙ্গল), যুক্তফ্রন্টের শরীকদল বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত তালুকদার মকবুল হোসেন (কাঁঠাল)।
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

Posted ৯:১৮ অপরাহ্ণ | রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com