সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার সাব্বীর আহমদ

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   65 বার পঠিত

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার সাব্বীর আহমদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সিলেট-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাব্বীর আহমদ।

বুধবার (৩ জানুয়ারি) বিকালে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাব্বীর আহমদ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি সরকার এবং নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে দিয়েছিল, কিন্তু আমরা নির্বাচনী মাঠে সেই রকম কোন পরিবেশ পাচ্ছি না, তাই নির্বাচন করা খুবই কঠিন।

নির্বাচনের পরিবেশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবিরও রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন, এমনটা জানান জাতীয় পার্টির এ প্রার্থী।

এদিকে, আওয়ামী লীগের প্রার্থীর রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগের প্রসঙ্গে মাসুক উদ্দিন আহমদের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ। তিনি জানান, তারা লিখিত আবেদনটি প্রত্যাহার করেছেন। নির্বাচনের অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশ রয়েছে দাবি করে তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যেতে পারেন সেজন্য সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।

সিলেট-৫ আসনে শাব্বীর আহমদসহ বিভাগে এ পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থী তিনজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। অন্যরা হলেন সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আবদুল মান্নান তালুকদার, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের শংকর পাল।

সিলেট-৫ আসনে নির্বাচনে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাসুক উদ্দিন আহমদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ড. আহমদ আল কবির (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী আনজুমানে আল ইসলাহের সভাপতি মাওলানা মো. হুছামুদ্দিন চৌধুরী ফুলতলি (কেটলি), জাতীয় পার্টির শাব্বীর আহমদ (লাঙ্গল), তৃণমূল বিএনপির কুতুব উদ্দিন আহমদ শিকদার (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের বদরুল আলম (ডাব) ও মুসলিম লীগের (বিএমএল) খায়রুল ইসলাম (হাত-পাঞ্জা)।

এই আসনে ভোটার ৪ লাখ ২ হাজার ৩২৫ জন।

Facebook Comments Box

Posted ১২:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com